‘কৌশলগত ভুলেই হেরেছে পাকিস্তান’

যুগান্তর প্রকাশিত: ০৯ আগস্ট ২০২০, ১৮:২৭

ইংল্যান্ডের বিপক্ষে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ড টেস্টের প্রথম ইনিংসে ১০৭ রানের লিড পাওয়ার পরও তিন উইকেটে হেরেছে পাকিস্তান। পাকিস্তানের এ পরাজয়ের জন্য অধিনায়ক আজহার আলীকেই দোষ দিচ্ছেন সাবেক তারকা ক্রিকেটার ওয়াসিম আকরাম।

পাকিস্তানের সাবেক এই তারকা পেসার বলেছেন, আজহার আলী ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচে বিভিন্ন সময় কৌশলগত ভুল করেছে। তার এই ভুলের কারণেই আমাদের হারতে হয়েছে। এই পরাজয় পাকিস্তান ক্রিকেট দলের জন্য বড় ধাক্কা।

প্রথম ইনিংসে পাকিস্তানের করা ৩২৬ রানের জবাবে ২১৯ রানে অলআউট ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ১০৭ রানে এগিয়ে থেকেও ১৬৯ রানে গুটিয়ে যায় পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ইংল্যান্ডের টার্গেট দাঁড়ায় ২৭৭ রান।

ব্যাটিংয়ে নেমে ২২ রানে ওপেনার রয় বার্নসের উইকেট হারায় ইংলিশরা। দ্বিতীয় উইকেটে ডম সিবলির সঙ্গে ৬৪ রানের জুটি গড়েন অধিনায়ক জো রুট। এক উইকেটে ৮৬ রান করা ইংল্যান্ড এরপর ৩১ রানের ব্যবধানে হারায় ৪ উইকেট।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us