সুবর্ণচরে আওয়ামী লীগের সেক্রেটারিকে বহিষ্কার

মানবজমিন প্রকাশিত: ০৯ আগস্ট ২০২০, ০০:০০

নোয়াখালীর সুবর্ণচরে কৃষক আব্দুল মান্নান (৫১) হত্যা মামলার প্রধান আসামি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক ফজলু প্রকাশ ফজলু মুহুরিকে তার দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। শুক্রবার (৭ই আগস্ট) সন্ধ্যায় এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে মর্মে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, চরজব্বর ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফজলুল হক ফজলুকে কাঞ্চন বাজারে ব্যবসায়ী আব্দুল মান্নান হত্যার ঘটনায় প্রধান আসামি করা হয়েছে। এ ঘটনায় নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত ফজলুকে তার পদ ও দলের সকল ধরনের কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়েছে। প্রসঙ্গত, ব্যবসায়ী মান্নান হত্যার ঘটনায় তার ভাই সফিকুর রহমান বাদী হয়ে ২৪ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরো ১০-১১ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় চরজব্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক ফজলুকে প্রধান ও তাঁর মামা ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য বাহার মেম্বারকে দ্বিতীয় আসামি করা হয়েছে। উল্লেখ্য, ফজলুল হক ফজলুর নামে একাধিক মামলা রয়েছে। চরজব্বর ইউনিয়ন চেয়ারম্যান মাস্টার তরিক উল্যাহ জানান, ফজলু মুহুরী নামে কোনো খুনি দলীয় পদ নিয়ে থাকতে পারবে না।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us