২০২১ সালেও বাড়ি থেকে কাজ, ফেসবুককর্মীরা পাবেন অতিরিক্ত অর্থ!

আরটিভি প্রকাশিত: ০৮ আগস্ট ২০২০, ০৯:৪৮

বিশ্বে হু হু করে ছড়াচ্ছে করোনার সংক্রমণ। এখনও প্রতিষেধক আসেনি। এই পরিস্থিতিতে এবার কর্মীদের স্বাস্থ্যের কথা ভেবে বড় পদক্ষেপ নিয়েছে ফেসবুক। আগামী বছর জুলাই মাস পর্যন্ত কর্মীদের ওয়ার্ক ফ্রম হোম অর্থাৎ বাড়ি থেকে কাজ করার অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ। একই সঙ্গে কর্মীদের আরও একটি সুখবর দিলো মার্ক জুকারবার্গের সংস্থা। জানানো হলো, বাড়িতে অফিসের সেটআপ তৈরির জন্য কর্মীদের এক হাজার ডলার করেও দেওয়া হবে!

সম্প্রতি করোনা আবহে বিশ্বের বড় বড় সংস্থাগুলো যে পদক্ষেপ করেছে, সেই পথেই পা বাড়িয়েছে ফেসবুক। জনপ্রিয় এই সোশ্যাল মিডিয়া জায়ান্টের মুখপাত্র বিবৃতিতে জানিয়েছেন, স্বাস্থ্য ও সরকারি বিশেষজ্ঞদের থেকে পরামর্শ নেওয়ার পর এবং এই বিষয়ে নিজেদের মধ্যে আলোচনার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফেসবুক তার কর্মীদের ২০২১ সালের জুলাই মাস পর্যন্ত বাড়ি থেকে কাজ চালিয়ে যাওয়ায় অনুমতি দেবে। পাশাপাশি, বাড়িতে অফিসের মতোই সেট আপ বা প্রয়োজনীয় সরঞ্জামের জন্য কর্মীদের অতিরিক্ত এক হাজার ডলারও দেবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us