কিশোরগঞ্জে স্বাস্থ্য সচিবের স্ত্রীর মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল

মানবজমিন প্রকাশিত: ০৮ আগস্ট ২০২০, ০০:০০

স্বাস্থ্য সচিব মো. আবদুল মান্নানের স্ত্রী কামরুন নাহার জেবু’র মৃত্যুতে কিশোরগঞ্জে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে কিশোরগঞ্জ প্রেস ক্লাবে এই শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন কিশোরগঞ্জ জেলা শাখা। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডা. মো. গোলাম হোসেন। শোকসভার প্রধান অতিথি জেলা আইনজীবী সমিতির সভাপতি ও পিপি অ্যাডভোকেট শাহ আজিজুল হক, বিশেষ অতিথি জেলা বিএমএ সাধারণ সম্পাদক ডা. এম এ ওয়াহাব বাদল, সিনিয়র সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু ও বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা ডা. কাজী মো. খলিলুর রহমান প্রয়াত কামরুন নাহার জেবু’র জীবন ও কর্মের ওপর আলোকপাত করে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। শোকসভায় পরিবারের পক্ষ থেকে স্বাস্থ্য সচিব মো. আবদুল মান্নানের ছোট ভাই ন্যাশনাল ব্যাংক কটিয়াদী শাখা ব্যবস্থাপক মো. নাসির উদ্দিন ও ভগ্নিপতি ডা. মো. আলী আকবর মরহুমার বিদেহী আত্মার মাগফেরাতের জন্য সবার কাছে দোয়া চান। শোকসভায় অন্যদের মধ্যে ছড়াকার, লেখক ও মুক্তিযুদ্ধের গবেষক জাহাঙ্গীর আলম জাহান, বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন কিশোরগঞ্জ জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক ডা. মো. ছলিম উল্লাহ প্রমুখ। শোকসভা সঞ্চালনা করেন সংগঠনের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ডা. ধণেশ চন্দ্র পণ্ডিত। শোকসভা শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা মো. মাঈন উদ্দিন। প্রসঙ্গত, স্বাস্থ্য সচিব মো. আবদুল মান্নানের স্ত্রী কামরুন নাহার জেবু করোনাভাইরাস কোভিড-১৯ আক্রান্ত হয়ে গত ১৩ই জুন দিবাগত রাত সোয়া ১২টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us