বাইরে থেকে কিনে আনা পণ্য-খাবার ভাইরাসমুক্ত রাখার উপায়
প্রকাশিত: ০৭ আগস্ট ২০২০, ০৯:২৭
আমরা নানা সময়ে নানা রকমের জিনিসপত্র বাইরে থেকে কিনে নিয়ে আসি। করোনাকালীন সময়ে এসব জিনিসে কোন না কোনভাবে ভাইরাস লেগে থাকতে পারে। যার কারণে আমরা ঘরে বসেও করোনায় আক্রান্ত হতে পারি। তাই বাইরে থেকে জিনিস কিনে আনার পর অবশ্যই তা ভাইরাসমুক্ত করতে হবে।
আসুন জেনে নেই পণ্য সমূহ ভাইরাসমুক্ত করার উপায়:
১. বাজারে যাওয়ার আগে ও বাজার থেকে ফিরে এসে সাবান ও পানি দিয়ে ২০ সেকেন্ড ধরে ভালো করে হাত ধোবেন বা অ্যালকোহলযুক্ত হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করবেন।
২. সুযোগ থাকলে নগদ অর্থ ব্যবহার না করে কার্ড ব্যবহার করবেন। তবে কার্ড ব্যবহারের ক্ষেত্রেও কিছুটা ঝুঁকি আছে। তাই কার্ড ব্যবহারের সময় দোকানের কলম ব্যবহার বা পিন নম্বর দেওয়ার জন্য বোতাম চাপতে হলে পাওনা চুকিয়ে দেবার পর হাত ভাল করে ধুয়ে ফেলতে হবে।