মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

মানবজমিন প্রকাশিত: ০৭ আগস্ট ২০২০, ০০:০০

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের বাগজানে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী  স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ১০ যাত্রী।  বৃহস্পতিবার সকালে মহাসড়কের পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস) কার্যালয়ের  সামনে বাগজান এলাকায় এই ঘটনা ঘটে। নিহত দম্পতি হলেন- ঢাকা সিটি করপোরেশনের পরিদর্শক ও মানিকগঞ্জ জেলা সদরের চর গড়পাড়া গ্রামের হুমায়ুন কবির (৫২) ও তার স্ত্রী পল্লী বিদ্যুৎ সমিতির বিলিং সহকারী ইয়াসমিন আক্তার (৪৫)। তারা জেলা শহরের উত্তর সেওতা এলাকায় থাকতেন। পুলিশ এবং পবিস সূত্রে জানা গেছে,  ইয়াসমিন আক্তার জেলা বিদ্যুৎ সমিতির বিলিং সহকারীর চাকরি করতেন। স্ত্রী ইয়াসমিন আক্তারকে কর্মস্থলে পৌঁছে দেয়ার জন্য বৃহস্পতিবার সকালের দিকে মোটরসাইকেলযোগে তার স্বামী ঢাকা সিটি করপোরেশনের পরিদর্শক হুমায়ুন কবির শহরের বাসা থেকে বের হন। সকাল ৯টার দিকে মহাসড়কের পল্লী বিদ্যুৎ সমিতির কাছে পৌঁছে রাস্তা অতিক্রম করার সময় পাটুরিয়াগামী গোল্ডেন পরিবহনের একটি বাস হুমায়ুন কবিরের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান হুমায়ুন কবির। আহত অবস্থায় ইয়াসমিনকে মানিকগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে আসলে  কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এদিকে বাস ও মোটরসাইকেলের দুর্ঘটনায় বাসের ১০ যাত্রী আহত হয়েছেন। তাদেরকে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us