বিশ্বনবি যে ৪ বিষয়ে আশ্রয় চেয়ে দোয়া করতেন

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৫ আগস্ট ২০২০, ০৮:১১

হজরত আবদুল্লাহ ইবনু আম‌র রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেন-اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ قَلْبٍ لاَ يَخْشَعُ وَدُعَاءٍ لاَ يُسْمَعُ وَمِنْ نَفْسٍ لاَ تَشْبَعُ وَمِنْ عِلْمٍ لاَ يَنْفَعُ أَعُوذُ بِكَ مِنْ هَؤُلاَءِ الأَرْبَعِ'হে আল্লাহ! তোমার কাছে আমি আশ্রয় প্রার্থনা করি এমন মন থেকে যা (তোমার ভয়ে) ভীত হয় না; এমন দোয়া থেকে যা শোনা হয় না (প্রত্যাখ্যান করা হয়); এমন আত্মা থেকে যা পরিতৃপ্ত হয় না এবং এমন জ্ঞান থেকে যা কাজে আসে না। তোমার কাছে আমি এ চার জিনিস থেকে আশ্রয় চাই।' (তিরমিজি, তালিকুর রাগিব, আবু দাউদ) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমন ৪টি বিষয়ে মহান আল্লাহর কাছে আশ্রয় চেয়ে দোয়া করতেন। যে বিষয়গুলো সবার জন্য অকল্যাণ। উম্মতে মুহাম্মাদির জন্য এ দোয়াটি খুবই জরুরি। যারা এ দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে আশ্রয় চাইবে। আল্লাহ তাআলা বান্দার এ আবেদনগুলো কবুল করলে ওই বান্দা দুনিয়া ও পরকালে হবেন সফল।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us