করোনাকালীন তহবিল গঠনে সংগ্রহ করা অর্থ ফেরত চেয়েছেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকরা। গভর্নিং বডির অনুমোদন না নিয়ে মৌখিক নির্দেশনায় আপত্তির পরও টাকা আদায় এবং সবার জন্য সমান হারে উত্তালনের কারণে এই টাকা ফেরত চান শিক্ষকরা।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের কাছে টাকা ফেরত চেয়ে শিক্ষকদের পক্ষ থেকে লিখিত আবেদন জানানো হয় বুধবার (২৯ জুলাই)। শিক্ষকদের পক্ষে বেনামী এই আবেদনের কপি দেওয়া হয় গভর্নিং বডির সভাপতির কাছেও। জানতে চাইলে গভর্নিং বডির (জিবি) সভাপতি ঢাকার বিভাগীয় কমিশনার মোস্তাফিজুর রহমান বলেন, ‘শিক্ষকরা নিজেদের উদ্যোগে করোনাকালীন সাহায্যের জন্য টাকা তুলেছেন ফান্ড করতে। কিছু শিক্ষকের আপত্তি ছিল। আপত্তির বিষয়টি জানার পর আমি বলেছি—সহয়তা তহবিল ম্যান্ডেটরি কিছু হবে না। যারা দিতে চায় দেবে, যারা বলবে দেবো না তারা ফেরত নিয়ে যাবেন। ব্যক্তিগত উদ্যোগে শিক্ষকরা মিলে সাহায্যের জন্য তহবিল করলে সেটি গভর্নিং বডির বিষয় নয়। তবে কারো কাছ থেকে চাপ দিয়ে টাকা নেওয়া যাবে না।’