জাতীয় সংসদ সাজবে লুই কানের নকশায়, চূড়ান্ত পর্যায়ের কাজ চলছে

বণিক বার্তা প্রকাশিত: ২৯ জুলাই ২০২০, ১৬:০৯

জাতীয় সংসদ সাজবে লুই আই কানের নকশা অনুযায়ী। বিষয়টি বেশ কয়েকবছর ধরেই আলোচনায় রয়েছে। আজ বুধবার জাতীয় সংসদের স্পিকার জানালেন, সংসদকে লুই আই কানের নকশা অনুযায়ী অনুযায়ী সাজানোর বিষয়টি প্রায় চূড়ান্ত পর্যায়ে। ঈদের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করে সেই দিক নির্দেশনা অনুযায়ী সংসদের সংস্কার কাজ সম্পন্ন হবে বলেও জানান তিনি। আজ জাতীয় সংসদের শপথ কক্ষে ‘জাতীয় সংসদ ভবনে স্থাপত্য সংক্রান্ত বিষয়াদি পর্যালোচনা’- শীর্ষক এক সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে এসব কথা বলেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এবং গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us