মাদারীপুরের শিবচর উপজেলায় মাত্র কয়েকদিনের ব্যবধানে আরেকটি তিনতলা স্কুল ভবন পদ্মা নদীতে বিলীন হয়ে গেছে। উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের ৭৭ নম্বর কাঁঠালবাড়ি সরকারি বিদ্যালয় ও সাইক্লোন সেন্টার ভবনটির বৃহৎ অংশ মঙ্গলবার বিকালে বিলীন হয়ে যায় বলে প্রধান শিক্ষক নাসিমা আক্তার জানান ।এর আগে পদ্মার ভাঙনে শিবচরের বন্দরখোলা ইউনিয়নে চরাঞ্চলের বাতিঘর নামে পরিচিত একটি মাধ্যমিক বিদ্যালয় নদীগর্ভে বিলীন হয়।
কাঁঠালবাড়ি সরকারি বিদ্যালয়টি গত কয়েকদিন ধরে ভাঙন ঝুঁকিতে ছিল; ভাঙন প্রতিরোধে শুক্রবার বিদ্যালয় পরিচালনা পরিষদ, শিক্ষকদের উপস্থিতিতে জিও ব্যাগ ডাম্পিংও করা হয়।কিন্তু তীব্র স্রোতের কারণে স্কুলটি রক্ষা করা যায়নি বলে সংশ্লিষ্টরা জানান।