চিকিৎসাবিজ্ঞানের সূত্রানুসারে, থাইরয়েড গ্রন্থিতে তৈরি হয় দুটি গুরুত্বপূর্ণ হরমোন, ‘টি ফোর’ বা ‘থাইরক্সিন’ এবং ‘টি থ্রি’। এই হরমোনগুলোকে শরীরের প্রতিটি কোষে পৌঁছে দেওয়ার দায়িত্বে থাকে রক্তনালী। এভাবেই এই ছোট গ্রন্থি পুরো শরীরের ওপর বড় ধরনের প্রভাব রেখে যায়। নিয়ন্ত্রণ করে হৃদস্পন্দন, শ্বাস-প্রশ্বাস, হজম, শরীরের তাপমাত্রা ইত্যাদি।