শ্রীহট্টের প্রাচীনতম চন্দ্রপুর বিশ্ববিদ্যালয়ের অস্তিত্বের খোঁজ মেলেনি মৌলভীবাজারে। সিলেট ও চট্টগ্রাম বিভাগের সমন্বয়ে গঠিত প্রত্নতত্ত্ব অধিদফতরের ৫ সদস্যের প্রতিনিধি দল তিনদিন ধরে মৌলভীবাজার জেলার তিনটি উপজেলায় অনুসন্ধান চালিয়ে এ বিষয়ে কোনও তথ্য পাননি। গত ২৫ জুলাই (শনিবার) থেকে সংস্কৃতি মন্ত্রণালয়ের নির্দেশে ৩ দিন ধরে কুলাউড়া, জুড়ী ও রাজনগর উপজেলায় অনুসন্ধান চালান তারা। সোমবার তাদের অনুসন্ধান শেষ হয়। এসময়ে কোনও ধ্বংসাবশেষ বা প্রাচীন কোনও সূত্র উদ্ঘাটন করতে পারেননি তারা।