প্রোস্টেটে সফল অপারেশন শেষে গত ১০ জুলাই লন্ডনের গাই হাই হাসপাতাল থেকে অ্যাপার্টমেন্টে ফিরে যান নাজমুল হাসান পাপন। তার সাথে লন্ডনে অবস্থানরত বিসিবি পরিচালক ইসমাইল হায়দার মল্লিকের উদ্ধৃতি আরেক বোর্ড পরিচালক ও মিডিয়া কমিটি প্রধান জালাল ইউনুস ঠিক ঐ দিন জাগো নিউজকে জানিয়েছিলেন, আরও দুই সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
ধরে নেয়া হয়েছিল, অঘোষিতভাবে চিকিৎসকের পর্যবেক্ষণেই আছেন পাপন। ভাবা হচ্ছিল, ঐ সময়টুকু পার করে হয়তো ঈদের আগে বিসিবি সভাপতি দেশে ফিরে আসবেন। গতকাল (শুক্রবার) সেই ১৪ দিনও পার হয়ে গেছে। এখন কেমন আছেন নাজমুল হাসান পাপন? তিনি কি ঈদ দেশে করবেন?