ক্ষতি প্রায় ১৮ হাজার কোটি টাকা, অনিশ্চয়তায় ৪ লাখ কর্মী

বণিক বার্তা প্রকাশিত: ২৫ জুলাই ২০২০, ০২:০৭

টাঙ্গুয়ার হাওরে এখন পর্যটনের ভরা মৌসুম। বছরের এই সময়ে সেখানে খুব ব্যস্ত সময় কাটে ট্যুর অপারেটর প্রতিষ্ঠানের কর্মীদের। কিন্তু কভিড-১৯-এর প্রভাবে এবারের চিত্র সম্পূর্ণ বিপরীত। পর্যটকের আনাগোনা না থাকায় দিনের পর দিন ঘাটে বাঁধা পড়ে আছে খালি নৌকা। একই অবস্থা পাহাড়ের পর্যটন কেন্দ্রগুলোরও। চার মাস ধরে বন্ধ রয়েছে সাজেক ও শ্রীমঙ্গলের রিসোর্টগুলো। পর্যটকশূন্য পড়ে আছে কক্সবাজার, কুয়াকাটা ও পতেঙ্গা সমুদ্রসৈকতও। পর্যটনের এ স্থবিরতায় বেড়ে চলেছে আর্থিক ক্ষতি, কর্মহীন হয়ে পড়েছে এ খাতের ওপর নির্ভরশীল কয়েক লাখ মানুষ।

কভিড-১৯-এর প্রভাবে দক্ষিণ এশিয়ার দেশগুলোর পর্যটন খাতের সম্ভাব্য ক্ষতির একটি হিসাব করেছে বিশ্বব্যাংক। ‘কভিড-১৯ অ্যান্ড ট্যুরিজম ইন সাউথ এশিয়া: অপরচুনিটি’স ফর সাসটেইনেবল রিজিওনাল আউটকামস’ শীর্ষক প্রতিবেদনে সংস্থাটি জানিয়েছে, করোনার কারণে পর্যটন খাতের স্থবিরতায় বাংলাদেশে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) সম্ভাব্য ক্ষতির পরিমাণ প্রায় ১৮ হাজার কোটি টাকা (২০৩ কোটি ডলার)। এ খাতে চাকরি হারানোর ঝুঁকিতে রয়েছে ৪ লাখ ২০ হাজার মানুষ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us