সহসাই যেন পৃথিবীর সব আয়োজন থমকে গেছে। হাতে সময় নেই বলে দিগ্বিদিক ছুটে বেড়ানো মানুষগুলোর ঘরে বসে অলস সময় কাটাতে কাটাতে প্রাণ যায় যায় অবস্থা। করোনার কারণে আজ নিজের হাত, পরিচিত সম্পর্ক, ভালো লাগার স্থান—প্রায় সবকিছুকেই বিশ্বাস করা দায় হয়ে গেছে। মাস ছয়েক আগেও প্রায় অদৃশ্য যে জীবাণুর নাম পর্যন্ত মানুষ জানত না, আজ তার আতঙ্কে তারা গৃহবন্দি। সংক্রমণ ঠেকাতে পুরো বিশ্বের নানা আয়োজন, তবুও বাড়ছে আক্রান্তের সংখ্যা এবং মৃত্যু। সবারই সরল প্রশ্ন—কবে এবং কীভাবে মুক্তি পাব আমরা এই মহামারী থেকে?