গুড়ায় অতিবর্ষণ ও উজানের ঢলে যমুনা ও বাঙ্গালী নদীর পানি আবারও পাল্লা দিয়ে বাড়ছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি ১৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১০৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। আর বাঙ্গালী নদীর পানি ২৪ ঘণ্টায় ৭ সেন্টিমিটার বেড়ে বিপৎসীমার ৫ দশমিক ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। দুই নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এতে জেলার সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ড বগুড়ার নির্বাহী প্রকৌশলী মাহবুবর রহমান জানান, সারিয়াকান্দির মথুরাপাড়া পয়েন্টে যমুনা নদীর বিপৎসীমা নির্ধারিত ১৬ দশমিক ৭০ সেন্টিমিটার। গতকাল বুধবার সন্ধ্যা ছয়টায় সেখানে ১৭ দশমিক ৫৮ সেন্টিমিটার ওপর দিয়ে, অর্থাৎ বিপৎসীমার ৮৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে।