শহীদুজ্জামান সেলিম, আমিন খান, পপি ও মম করোনায় কোরবানি নিয়ে যা বললেন..
প্রকাশিত: ২৩ জুলাই ২০২০, ০৮:৩০
কোরবানি দেওয়ার উপযুক্ত হওয়ার পর থেকে প্রতিবছরই কোরবানি দিয়েছি। কিন্তু এ বছর কোরবানি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ঢাকাতেই থাকব এবার। গরু হয়তো কেনা যেত, অনলাইনে গরু পাওয়া যায়। অনেকে বলেছেও গরু পৌঁছে দেবে বাসায়।
কিন্তু মন বলছে, এবার কোরবানির জন্য বরাদ্দ অর্থটা আমি যেন অসহায়দের মধ্যে ভাগ করে দিই। নিয়মই আছে, কোরবানির পশুর মাংসের একটা অংশ গরিব-অসহায়দের, একটা অংশ নিজের, আরেকটা অংশ আত্মীয়-স্বজনের।