করোনার ঝাঁজ, বন্যার গ্রাস, বৃষ্টির অঝোর ধারায় বিধ্বস্ত জীবন
প্রকাশিত: ২২ জুলাই ২০২০, ০৯:৫৬
দেশজুড়ে করোনার ঝাঁজ। বন্যায় খাবি খাচ্ছে মানুষ। আর এখন বৃষ্টির অঝোর ধারা। বিপদের ত্রিধারায় মানুষের জীবনছক এখন বিধ্বস্ত। সব কিছুই যেন গতিহারা। দুর্বিষহ এ সময়ে মানুষ হয়ে পড়েছে বড্ড অসহায়। করোনার কাঁটায় ক্ষতবিক্ষত জীবনে একরকম ‘বিষফোড়া’ হয়ে আসে বন্যা। এখনো দেশের ২৫ জেলা ভাসছে বানের পানিতে।
বন্যাদুর্গত এলাকার বাসিন্দারা বানের সঙ্গে লড়তে গিয়ে ভুলতে বসেছে ভয়ংকর ছোঁয়াচে করোনাভাইরাসের কথা। ওই সব এলাকায় করোনার চিকিৎসাসেবাও একরকম বন্ধ। এর মধ্যেই দেশজুড়ে শুরু হয়েছে আকাশভাঙা বৃষ্টি। থামার যেন নাম নেই! ভারি বর্ষণ ও উজানের পানিতে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে।