বাংলাদেশ-ইতালি সম্পর্কে চিড় ধরেনি বরং সুদৃঢ় হয়েছে: রাষ্ট্রদূত
প্রকাশিত: ১৮ জুলাই ২০২০, ১৫:৩৫
রোমে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার দাবি করেছেন, করোনাভাইরাসের ভুয়া সার্টিফিকেট প্রশ্নে দেশি-বিদেশি সংবাদমাধ্যমে বাংলাদেশিদের নিয়ে ইতালির কর্তৃপক্ষের বক্তব্য ভুলভাবে উপস্থাপিত হয়েছে৷ জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলের বাংলা বিভাগকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, বাংলাদেশের সঙ্গে ইতালির সম্পর্কে কোনও চিড় ধরেনি। বরং তা সুদৃঢ় হয়েছে।