সুনামগঞ্জে ১০ দিনের ব্যবধানে দ্বিতীয় দফা বন্যা

ঢাকা টাইমস প্রকাশিত: ১২ জুলাই ২০২০, ১৫:৪২

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জ জেলার সুরমা, যাদুকাটা, চলতি ও রক্তি নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ফলে গত ১০দিনের ব্যবধানে দ্বিতীয় দফা সৃষ্টি হয়েছে বন্যা। প্রবল বেগে পানি প্রবেশ করছে জেলার ঘর-বাড়িগুলোতে। ফলে গৃহপালিত পশু নিয়ে বিপাকে পড়েছেন লাখ লাখ মানুষ। আশ্রয়ের খোঁজে ছুটছেন তারা।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, শনিবার সকাল ১০টা পর্যন্ত সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপৎসীমার ৫৪ সেন্টিমিটার ও যাদুকাটা নদীর পানি বিপৎসীমার ১৩৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সহিবুর রহমান জানান, আগামী তিন চার দিন সুনামগঞ্জে প্রচুর বৃষ্টি হবে। এতে করে জেলার প্রতিটি উপজেলার নিন্মাঞ্চলের পানি আরও বাড়বে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us