বাংলাদেশের শতকরা ৭০-৮০ ভাগ মানুষ প্রত্যাক্ষ অথবা পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। কৃষির সাথে খাদ্য জড়িত, আর খাদ্যের সাথে জীবন। এই জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে হলে সর্বপ্রথম সনাতন চাষ পদ্ধতি থেকে বের হয়ে প্রযুক্তিগত বা যন্ত্র নির্ভর কৃষি ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। কৃষিযান্ত্রিকীকরণ ব্যতীত খাদ্য নিরাপত্তার লক্ষ্য অর্জন কখনই সম্ভব নয়। কৃষিযান্ত্রিকীকরণের প্রয়োজনীয়তা উপলদ্ধি করে বর্তমান সরকার কৃষি যান্ত্রিকীকরণে বিশেষ গুরত্ব আরোপ করেছে।