পুরো বিশ্ব যেখানে করোনা ঠেকাতে নানা প্রতিষেধক তৈরিতে ব্যস্ত। সেখানে যশোরে স্বেচ্ছাসেবী সংগঠন আইডিয়া’র কর্মীরা তৈরি করেছেন ‘ইমিউনিটি পিঠা’। এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করবে। বিশ্বের বড় বড় বিশেষজ্ঞরা বার বার বলছেন এই ভাইরাস থেকে বাঁচতে বাড়াতে হবে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা।
দেশের কয়েকজন পুষ্টিবিদদের পরামর্শে আইডিয়ার কর্মীরা এই পিঠার রেসিপি তৈরি করেছেন। যাতে ব্যবহার করা হয়েছে ডুমুর, কালোজিরা, আদা, অলিভ অয়েল, মুরগির মাংসসহ ১২টি ওষুধি মশলা। এর সবগুলোই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক। আইডিয়া সমাজকল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা যশোর সরকারি এমএম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হামিদুল হক শাহীন বলেন, সারাবিশ্বে করোনা ভাইরাস মহামারি রূপ নিয়েছে।