সেরা অলরাউন্ডার হয়েও স্টোকসের মতো খ্যাতি পাই না, দাবি হোল্ডারের

প্রথম আলো প্রকাশিত: ০৮ জুলাই ২০২০, ১০:২২

জেসন হোল্ডার টেস্টের এক নম্বর অলরাউন্ডার, বেন স্টোকস দুই নম্বর। তবু কেন তারকাখ্যাতিতে স্টোকসের চেয়ে পিছিয়ে তিনি সেই প্রশ্নের জবাব খুঁজছেন হোল্ডার কে বড় তারকা, জেসন হোল্ডার না বেন স্টোকস? প্রশ্নের উত্তরের ঘরে যে বেশির ভাগ মানুষ ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী তারকা স্টোকসের নাম লিখবেন তাতে কোনো সন্দেহ নেই। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক হোল্ডারও তা জানেন ভালো করে। কিন্তু কেন সবাই তাঁকে রেখে স্টোকসকে নিয়ে বেশি মাতামাতি করে সেটিই বোঝেন না হোল্ডার। তিনি টেস্ট র‍্যাঙ্কিংয়ে বিশ্বের এক নম্বর অলরাউন্ডার, স্টোকস দুই নম্বর; এই তথ্য জানিয়ে কাল বললেন এই উপেক্ষার জবাব তিনি মাঠেই দিতে চান।

১১৭ দিন পর আজ মাঠে ফিরবে আন্তর্জাতিক ক্রিকেট। সাউদাম্পটনে প্রথম টেস্টে হোল্ডারের ওয়েস্ট ইন্ডিজ মুখোমুখি হবে স্টোকসের ইংল্যান্ডের। ম্যাচটিকে অনেকেই দেখছেন বিশ্বসেরা দুই অলরাউন্ডারের শ্রেষ্ঠত্বের লড়াই হিসেবে। সেই লড়াইয়ে নামার আগে কাল সংবাদ সম্মেলনে নিজের দুঃখের জানিয়ে গেলেন হোল্ডার, ‘ব্যক্তিগত এসব অর্জন কিংবা আইসিসি র‍্যাঙ্কিং নিয়ে কথা বলাটা আমার পছন্দ নয়। বেনকে (স্টোকস) নিয়ে সব সময় কথা হয়, সে যোগ্য বলেই তা হয়। সে সত্যিই ভালো ক্রিকেটার। তবে আইসিসি র‍্যাঙ্কিং বলছে আমি বিশ্বের এক নম্বর অলরাউন্ডার। আমার যতটা কৃতিত্ব পাওয়া উচিত সেটি সম্ভবত পাই না। কেন পাই না কে জানে?’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us