পাটকল শ্রমিকনেতাদের গ্রেফতারের নিন্দা ও মুক্তি দাবি

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ০৭ জুলাই ২০২০, ১৮:০০

খুলনার পাটকল শ্রমিকনেতা অলিয়ার রহমান ও নূর ইসলামকে গ্রেফতারের তীব্র নিন্দা এবং অবিলম্বে তাদের মুক্তি দাবি করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।সোমবার (৭ জুলাই) কেন্দ্রীয় কার্যপরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মুবিনুল হায়দার চৌধুরী এক বিবৃতিতে এ নিন্দা এবং মুক্তির দাবি জানান।

বিবৃতিতে তিনি বলেন, ‘সরকার রাষ্ট্রায়ত্ত ২৫টি পাটকল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। ফলে শ্রমিকরা কর্মচ্যুত হয়েছে। স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ শ্রমিকরা তাদের জীবন-জীবিকা রক্ষায় আন্দোলনে নামে। কিন্তু সরকার শ্রমিকদের দাবির প্রতি কর্ণপাত না করে উল্টো ভয়-ভীতি ছড়িয়ে ও গ্রেফতারের মাধ্যমে আন্দোলন দমনের পথ বেছে নিয়েছে। এর আগেও এ পাটকল শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে আন্দোলন-অনশন করেছে, অনশনে মৃত্যুবরণ পর্যন্ত করেছে। এখন সরকারি সিদ্ধান্তের মধ্য দিয়ে শ্রমিকদের পথে বসিয়ে রাষ্ট্রায়ত্ত সব পাটকলকেই মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us