কোহলিদের কোচ হতে চাননি দ্রাবিড়

ঢাকা টাইমস প্রকাশিত: ০৭ জুলাই ২০২০, ১৪:০০

ভারতের কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন কিংবদন্তি ব্যাটসম্যান রাহুল দ্রাবিড়। অনিল কুম্বলেকে কোচের পদ থেকে সর‍িয়ে দেওয়ার পর ২০১৭ সালে বিসিসিআই থেকে ভারতের এ-দল এবং অনূর্ধ্ব-১৯ দলের কোচ দ্রাবিড়কে জাতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। তবে পারিবারিক কারণ দেখিয়ে তখন সেই প্রস্তাব গ্রহণ করেননি ‘দ্য ওয়াল’ হিসেবে পরিচিত এই ব্যাটসম্যান।

বিসিসিআইয়ের কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটরসের চেয়ারম্যান বিনোদ রাই স্পোর্টসকীডাকে এই তথ্য জানিয়েছেন, ‘রাহুল বিষয়টি নিয়ে আমাদের সঙ্গে খোলাখুলি কথা বলেছিল। সে বলেছিল, দেখো আমার দুই ছেলে বড় হচ্ছে। এমন সময়ে আমি ভারতীয় দলের সঙ্গে পুরো বিশ্ব ঘুরতে থাকি, তাহলে আমি তাদের সময় দিতে পারব না। আমার মনে হয়, ঘরে থেকে পরিবারকে সময় দেওয়াটা জরুরী।’ তবে এ-দল এবং অনূর্ধ্ব-১৯ দলের দায়িত্ব পালন করতে কোনও অসুবিধা ছিল না দ্রাবিড়ের।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us