এবার সিপিএলেও বাজিমাত ৪৮ বছর বয়সী ভারতীয় স্পিনারের
প্রকাশিত: ০৭ জুলাই ২০২০, ০৯:২৬
ক্যারিবীয় প্রিমিয়ার লিগের (সিপিএল) প্লেয়ার্স ড্রাফটে নাম লিখিয়েই খবরের শিরোনামে পরিণত হয়েছিলেন ভারতের দুই ক্রিকেটার প্রবীণ তাম্বে এবং আসাদ পাঠান। ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়মানুযায়ী আইপিএল ও জাতীয় দলের চুক্তিতে থাকলে বাইরের দেশের কোন ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে পারবে না ক্রিকেটাররা। সেটি তোয়াক্কা না করেই সিপিএলের ড্রাফটে নাম দিয়েছিলেন তাম্বে ও আসাদ।
এর মধ্যে আসাদ দল না পেলেও, ঠিকই বাজিমাত করেছেন ৪৮ বছর বয়সী তাম্বে। আইপিএলের ইতিহাসের সবচেয়ে বয়ষ্ক খেলোয়াড়ের রেকর্ডগড়া তাম্বে এবার অপেক্ষায় রয়েছেন সিপিএলেও একই রেকর্ডে নিজের নাম লেখানোর। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ানস ও রাজস্থান রয়্যালসের হয়ে খেলা এ স্পিনারকে প্লেয়ার্স ড্রাফট থেকে দলে ভিড়িয়েছে ত্রিনবাগো নাইট রাইডার্স। ৪৮ বছরের তাম্বেকে দলে পেতে খুব একটা খরচ হয়নি ত্রিনবাগোর, গুনতে হয়েছে মাত্র সাড়ে ৭ হাজার ইউএস ডলার।