ন্যূনতম শেয়ার ধারণে বিএসইসির ৪৫ দিনের আল্টিমেটাম

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ০৬ জুলাই ২০২০, ১০:৫২

পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানির পরিচালকদের এককভাবে দুই শতাংশ এবং সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণে ৪৫ দিনের আল্টিমেটাম দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গত ২ জুলাই বিএসইসি ২২টি কোম্পানির ৬১ জন পরিচালককে ন্যূনতম শেয়ার ধারণ নিয়ে এই আল্টিমেটাম দেয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

শেয়ারবাজারের মহাধসের পরিপ্রেক্ষিতে ২০১১ সালের ২২ নভেম্বর ২সিসি ক্ষমতা বলে বিএসইসি তালিকাভুক্ত কোম্পানির পরিচালকদের এককভাবে ২ শতাংশ এবং সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণের নির্দেশনা দেয়। এ নিয়ে সে সময় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। কোনো কোনো পরিচালক আদালতের শরণাপন্ন হন। মামলায় হেরে পরিচালক পদ হারান বেশ কয়েকজন। তবে পরবর্তীতে অনেক কোম্পানির পরিচালক ন্যূনতম শেয়ার ধারণে ব্যর্থ হলে তা নিয়ে তেমন কোনো ব্যবস্থা নেয়নি বিএসইসি। ফলে নামিদামি অনেক কোম্পানির পরিচালক ন্যূনতম শেয়ার ধারণ করেই পরিচালক পদ আঁকড়ে আছেন।

এ পরিপ্রেক্ষিতে অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের নেতৃত্বাধীন কমিশন ন্যূনতম শেয়ার ধারণে পরিচালকদের আল্টিমেটাম দিলেন। এই সময়ের মধ্যে ন্যূনতম শেয়ার ধারণ না করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। স্বতন্ত্র পরিচালকদের ক্ষেত্রে এ নির্দেশনা কার্যকর হবে না।

জানতে চাইলে বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, নির্দেশনা থাকার পরও অনেক পরিচালক ন্যূনতম শেয়ার ধারণ করেননি। শেয়ারবাজার গতিশীল করতে তাদের শেয়ার ধারণের নির্দেশনা দেয়া হয়েছে। যারা নির্দেশনা মানতে ব্যর্থ হবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us