মার্কিন দূতাবাসের ভেতরে ক্ষেপণাস্ত্র পরীক্ষায় নিন্দা জানালো বাগদাদ

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ০৫ জুলাই ২০২০, ১৪:১৭

ইরাকের রাজধানী বাগদাদের গ্রিনজোনে অবস্থিত মার্কিন দূতাবাসের ভেতরে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা করা হয়েছে। এই ঘটনার কঠোর প্রতিবাদ এবং নিন্দা জানিয়েছে বাগদার সরকার। ইরাকের জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হাসান কারিম কাবি ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘটনাকে উসকানিমূলক এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে মন্তব্য করেছেন। তিনি এজন্য দ্রুত ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয়।

হাসান কারিম বলেন, রাজধানী বাগদাদের প্রাণকেন্দ্রে অবস্থিত আবাসিক এলাকায় এই ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি ইরাকের জন্য নতুন ধরনের চ্যালেঞ্জ। মার্কিন সেনারা ইরাকের ভেতরে দীর্ঘদিন ধরে যে নানামুখী উসকানিমূলক তৎপরতা চালিয়ে যাচ্ছে এটি তার সঙ্গে যুক্ত হলো।

ইরাকের গণমাধ্যম খবর দিয়েছে, বাগদাদের গ্রিনজোনের ভেতরে মার্কিন সেনারা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা চালিয়েছে। যখন ইরাকি জনগণের মধ্যে মার্কিন বিরোধী মনোভাব তুঙ্গে তখন যুক্তরাষ্ট্র এই পরীক্ষা চালালো।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us