সীমান্তে ২৮টি ভারতীয় গরু জব্দ

বাংলা নিউজ ২৪ প্রকাশিত: ০৪ জুলাই ২০২০, ২৩:৩২

কোরবানির ঈদ সামনে রেখে বিভিন্ন চক্র সক্রিয় হয়েছে। এরইমধ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে ২৮টি ভারতীয় গরু জব্দ করেছে পুলিশ। তবে পাচারকারীদের কাউকে আটক করা সম্ভব হয়নি। শনিবার (০৪ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার শিবচন্ডী নন্দগছ এলাকা থেকে গরুগুলো জব্দ করে থানা হেফাজতে নেয় পুলিশ।

তেঁতুলিয়া মডেল থানা পুলিশ জানায়, করোনায় মানুষ যখন দিশেহারা, ঠিক সে সময় বেড়ে গেছে গরু চুরির উপদ্রব। তবে চোরাকারবারীদের বিরুদ্ধে অভিযান চলছে নিয়মিত। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আবু সাঈদের নেতৃত্বে আট সদস্যের একটি টিম দুপুরে ওই ২৮ গরু জব্দ করে।

ওসি (তদন্ত) আবু সাঈদ বাংলানিউজকে বলেন, জব্দ গরুগুলোর বাজার মূল্য সাত লাখ টাকা হতে পারে। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা প্রক্রিয়াধীন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us