ব্রাজিলে আক্রান্ত ১৫ লাখ ছাড়িয়েছে তারপরও খুলছে বার-রেস্টুরেন্ট

আরটিভি প্রকাশিত: ০৪ জুলাই ২০২০, ১৭:১৭

ব্রাজিলে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ছাড়িয়ে গেছে, তারপরও সেখানে বার, রেস্টুরেন্ট ও জিম খুলে দেয়া হয়েছে। এমন পরিস্থিতি করোনায় বিধ্বস্ত দেশটিতে আরও বেশি মানুষ সংক্রমিত হতে পারে আশঙ্কা করা হচ্ছে। খবর নিউইয়র্ক পোস্টের।

করোনায় বিশ্বে যুক্তরাষ্ট্রের পর দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু হয়েছে ব্রাজিলে। দেশটি এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১৫ লাখ ৪৩ হাজারের বেশি মানুষ। আর মৃত্যু হয়েছে ৬৩ হাজারের বেশি মানুষ।

রিও ডি জেনেইরোতে বৃহস্পতিবার বেশ কিছু বার খোলা হয়। সেখানে রাস্তার পাশে মানুষের খুব ভিড় দেখা যায়। লেবলনেও মানুষের ভিড় দেখা যায়। সেখানে খুব কম মানুষই মাস্ক ছাড়া ঘুরছে এবং মানুষজন অনেকটা ঘেঁষাঘেঁষি করে চলছে। এমন বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়া পোস্ট হওয়ার পর নিন্দার ঝড় উঠেছে। দেখা দিয়েছে উদ্বেগও।

এমনই একটি ছবির ওপর ‘একটি ট্র্যাজেডির ভবিষ্যতবাণী’ ক্যাপশন দিয়ে টুইটারে পোস্ট করেছেন রিও’র একজন ফেডারেল কংগ্রেসম্যান ডেভিড মিরান্ডা। এসময় তিনি শহরের মেয়র মার্সেলো স্রিভেল্লার সমালোচনা করে বলেন, ব্যবসা প্রতিষ্ঠান খুলে দিয়েছে স্রিভেল্লা, এই সিদ্ধান্তের চড়া মূল্য দিতে হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us