তিনমাস পর ক্যামেরার সামনে মোশাররফ করিম

ঢাকা টাইমস প্রকাশিত: ০৪ জুলাই ২০২০, ১৭:০৫

মহামারি করোনা ভাইরাসের কারণে দীর্ঘ তিন মাস শুটিংয়ের বাইরে ছিলেন অভিনেতা মোশাররফ করিম।কিন্তু বাসায় বসে আর কতদিন। করোনা ভাইরাসের সঙ্গে যুদ্ধ করেই চলতে হবে মানুষদের। তাই শুটিংও শুরু হয়েছে নাটক ও সিনেমার। লম্বা সময়ের বিরতি শেষে শুটিং শুরু হওয়াতে ক্যামরার সামনে দাড়াচ্ছেন তারকারা।সে তালিকায় রয়েছে রয়েছেন মোশাররফ করিমও।বিগত তিনমাস তাই লাইট, ক্যামেরা, অ্যাকশনের বাইরে অন্যরকম এক জীবন যাপনে অভ্যস্ত হয়ে উঠেছেন তিনি।অবশেষে সেই অভ্যস্ত হওয়া জীবন থেকে বের হয়ে ক্যামেরার সামনে দাঁড়ালেন তিনি।


সাম্প্রতি ঈদের জন্য 'বড় লোকের বেটি' শিরোনামের একটি নাটকের শুটিং শেষ করেছেন তিনি।নাটকটিতে তার বিপরীতে অভিনয় করেছেন ঊর্মিলা শ্রাবন্তী কর।নাটকটি পরিচালনা করেছেন রাফাত মজুমদার রিংকু। মোশাররফ করিম বলেন, ‌‘করোনা ভাইরাসের জন্য শুটিং বন্ধ ছিলো এতোদিন।দীর্ঘদিন পর কাজে ফিরলাম। ঘরবন্দি জীবনে দম বন্ধ হয়ে আসছিল। কাজে ফিরে ভালো লাগছে।স্বাস্থ্যবিধি মেনেই আমরা শুটিং করেছি।' ঢাকাটাইমস/৪জুলাই/এলএম/এসকেএস
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us