১০ কোটি ব্যবহারকারীর কাছে পৌঁছানোর পরিকল্পনা করছে রিয়েলমি

বাংলাদেশ প্রতিদিন প্রকাশিত: ০৪ জুলাই ২০২০, ১৬:৫৭

প্রযুক্তি বিশ্বে স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমির উত্থান সবাইকে অবাক করেছে। ২০১৮ সালের মে মাসে প্রযুক্তি বাজারে আবির্ভূত হয়ে মাত্র দুই বছরের মধ্যে রিয়েলমি বিশ্বের দ্রুততম বর্ধনশীল স্মার্টফোন ব্র্যান্ড হয়ে উঠেছে। এই সময়ের মধ্যে কোম্পানি সাড়ে ৩ কোটি ব্যবহারকারীর হাতে পৌঁছে গেছে। টেক-ট্রেন্ডি ব্র্যান্ডটি আগামী দুই- তিন বছরের মধ্যে ১০ কোটি ব্যবহারকারীর একটি হাতে পৌঁছানোর আশা করছে।

চোখ ধাঁধানো ডিজাইন ও শক্তিশালী পারফরম্যান্সের রিয়েলমি স্মার্টফোনগুলো তরুণ প্রজন্মের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। ব্র্যান্ডটি ইতোমধ্যে চীন, ভারত, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, পাকিস্তান, মালয়েশিয়া সহ ২৭টি দেশ ও অঞ্চলের স্মার্টফোন বাজারে প্রবেশ করেছে। ২০১৯ সালে রিয়েলমি ইউরোপে এর পণ্য বিক্রি শুরু করে। তরুণ প্রজন্মের দৈনন্দিন প্রযুক্তিগত চাহিদা পূরণের প্রতিশ্রুতি নিয়ে ট্রেন্ডসেটার ব্র্যান্ডটি ২০২০ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশে প্রবেশ করে এবং প্রতিটি নতুন স্মার্টফোন তাৎক্ষণিকভাবে সাফল্য লাভ করে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us