গাভাস্কার যেখানে 'অন্যতম বাজে ব্যাটসম্যান'

প্রথম আলো প্রকাশিত: ০৪ জুলাই ২০২০, ১৬:২০

ক্রিকেটে এমন ব্যাটসম্যান কম নেই। নেটে ফাটিয়ে দিচ্ছেন কিন্তু ম্যাচে রান নেই। আবার নেটে কাঁপছেন তো ম্যাচে কাঁপাচ্ছেন। সুনীল গাভাস্কারকে পরের কাতারে রাখলেন তাঁরই সাবেক সতীর্থ কিরন মোরে।

গাভাস্কারের সঙ্গে ১৯৮৩ বিশ্বকাপ জিতেছেন ভারতের সাবেক উইকেটরক্ষক মোরে। টেস্টে এক সময় সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড গড়া কিংবদন্তি গাভাস্কারকে তাই খুব কাছ থেকেই দেখেছেন তিনি। টেস্টে প্রথম ব্যাটসম্যান হিসেবে দশ হাজার রান করা সাবেক এ ওপেনারের সঙ্গে ভারত জাতীয় দলে প্রায় চার বছর খেলেছেন মোরে।

সেই অভিজ্ঞতা থেকেই 'দ্য গ্রেটেস্ট রাইভালারি পডকাস্ট'-এ মোরে বলেন, 'সে (গাভাস্কার) নেটে আমার দেখা অন্যতম বাজে ব্যাটসম্যান। নেটে অনুশীলনটা সে কখনো পছন্দ করেনি। নেটে আজ অনুশীলন করছে কাল হয়তো টেস্ট ম্যাচ, সেখানে দেখা যেত তার ব্যাটিং ৯৯.৯ ভাগ আলাদা। কিন্তু নেটে তাকে দেখলে মনে হতো “মাঠে রান করবে কীভাবে?”। কিন্তু পরের দিন মাঠে “ওয়াও!”।'

ওয়েস্ট ইন্ডিজের বিখ্যাত পেস চতুষ্টয়, অস্ট্রেলিয়ার ডেনিস লিলি, জেফ থমসন, ইমরান খান, রিচার্ড হ্যাডলিদের বিপক্ষে খেলতে হয়েছে গাভাস্কারকে। ক্যারিয়ারে শুরুতে বেশ কয়েক বছর খেলেছেন হেলমেট ছাড়াই।

মোরে মনে করেন, ঈশ্বর প্রদত্ত প্রতিভা ছিল গাভাস্কারের।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us