গোপালগঞ্জে আরও ২২ জনের করোনা শনাক্ত

প্রথম আলো প্রকাশিত: ০৪ জুলাই ২০২০, ১৬:২২

গোপালগঞ্জে গত ২৪ ঘণ্টায় ২ স্বাস্থ্যকর্মীসহ নতুন করে আরও ২২ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। গোপালগঞ্জে মোট কোভিড–১৯ রোগীর সংখ্যা ৭৬৫ জন। আজ শনিবার সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ এ তথ্য জানান। তিনি বলেন, নতুন করে গত ২৪ ঘণ্টায় গোপালগঞ্জ সদরে ৯ জন, মুকসুদপুরে একজন, কোটালীপাড়ায় একজন, কাশিয়ানীতে ৫ জন ও টুঙ্গিপাড়ায় ৬ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন।


শনাক্তদের বসতবাড়িসহ আশপাশের বেশ কয়েকটি বাড়িঘর লকডাউন করা হয়েছে। কোভিড–১৯ রোগীর পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। সিভিল সার্জন জানান, এ পর্যন্ত ৫ হাজার ৫০৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে মুকসুদপুরে ১৭১ জন, কাশিয়ানীতে ১৫১ জন, গোপালগঞ্জ সদরে ২০৯ জন, টুঙ্গিপাড়ায় ১১৬ জন ও কোটালীপাড়া উপজেলায় ১১৮ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে চিকিৎসক ও নার্সসহ স্বাস্থ্যকর্মী ৬৬ জন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us