করোনাযোদ্ধা ব্যাংকারদের জন্য শোকগাথা

বণিক বার্তা প্রকাশিত: ০৪ জুলাই ২০২০, ১৪:১৩

মহামারী করোনাভাইরাসে সংক্রমিত হয়ে এরইমধ্যে বিশ্বের ৫ লাখেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। আর আক্রান্ত শনাক্ত হয়েছে এক কোটি ১২ লাখেরও বেশি। বাংলাদেশেও গতকাল (৩ জুলাই) পর্যন্ত এক হাজার ৯৬৮ জন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আক্রান্ত শনাক্ত হয়েছেন ১ লাখ ৫৮ হাজারের বেশী মানুষ। মৃত্যু এবং আক্রান্তের তালিকায় সাধারণ মানুষের পাশাপাশি ডাক্তার, ব্যাংকার, পুলিশ, সংবাদকর্মী, অন্যান্য পেশাজীবী রয়েছেন। করোনায় আক্রান্ত রোগীর সেবা করতে গিয়ে ডাক্তার এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীগণ প্রাণ হারিয়েছেন। তারা নিজের জীবন বিপন্ন করে রোগীর সেবা করতে পিছপা হননি। তাদের জন্য আমাদের দোয়া, ভালোবাসা; আর যারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তাঁদের প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা। এটাই মানবতা। তারা আমাদের মানবতার ঋণে আবদ্ধ করেছেন। তাদের প্রতিদান বৃথা যাবে না। তেমনিভাবে পুলিশসহ আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী যারা আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য নিজের জীবন বিপন্ন করে রাস্তাঘাটে দিনের পর দিন অবস্থান করছেন তাদের প্রতি আমাদের অশেষ ভালোবাসা আর মাথা নোয়ানো শ্রদ্ধা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us