ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে তারকাদের কার আয় কত?

বাংলাদেশ প্রতিদিন প্রকাশিত: ০৪ জুলাই ২০২০, ১১:১৫

ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে উপার্জনকারী তারকার তালিকায় শীর্ষে আছেন 'দ্য রক'-খ্যাত রেসলার ও হলিউডের তারকা অভিনেতা ডোয়াইন জনসন। রেসলার থেকে অভিনেতা বনে যাওয়া তারকা এই প্ল্যাটফর্মে বিজ্ঞাপন বাবদ ১ মিলিয়ন ডলারের বেশি দর পান বলে চানিয়েছে মিডিয়া মার্কেটিং ফার্ম হপার এইচকিউ। ‘দ্য ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ তারকার পরপরই আছেন মেক-আপ উদ্যোক্তা কাইলি জেনার। দুজনের ফলোয়ার যথাক্রমে ১৮.৭ কোটি ও ১৮.২ কোটি।

মূলত সোশ্যাল মিডিয়ায় তারকাদের প্রভাবের ওপর ভিত্তি করে ব্র্যান্ড ও মার্কেটিং কোম্পানিগুলো বিজ্ঞাপনের দাম ঠিক করে। তবে বরাবরই পারিশ্রমিকের বিষয়টি গোপন রাখার চেষ্টা করা হয়। এ কারণে সঠিক পারিশ্রমিক প্রায় সময়ই জানা যায় না। এমনকি কোনো পোস্ট মার্কেটিংয়ের অংশ তাও আড়াল করার চেষ্টা করা হয়।
এবার দেখা যাক শীর্ষ দশ সেলিব্রিটির ফলোয়ার কত ও পোস্ট প্রতি তারা কত পান।

ডাউনি জনসন, ১৮.৭ কোটি ফলোয়ারের বিপরীতে ১০ লাখ ডলারের বেশি। ১৮.২ কোটি ফলোয়ারধারী কাইলি জেনার নেন ৯ লাখ ৮৬ হাজার ডলার। ক্রিস্টিয়ানো রোনালদোর ফলোয়ার সাড়ে ২২ কোটি, পোস্ট প্রতি পান ৮ লাখ ৮৯ হাজার ডলার। কিম কার্দাশিয়ান ১৭.৬ কোটি ফলোয়ারের কাছে বিজ্ঞাপন পৌঁছে দিতে নেন ৮ লাখ ৫৮ লাখ ডলার।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us