বগলের বিচ্ছিরি কালো দাগ নিয়ে অনেকেই চিন্তিত থাকেন। পুরুষের পাশাপাশি নারীদেরও এই সমস্যায় ভুগতে হয়। এর ফলে নারীরা চাইলেও সিলভলেস পোশাক পরিধান করতে পারে না। এই দাগ খুবই বিরক্তিকর হয়। তবে এর থেকে মুক্তি পেতে কোনো প্রসাধনী নয়, ঘরোয়া কিছু উপাদান সঠিকভাবে ব্যবহার করাই যথেষ্ট। যা আপনাকে এই বিচ্ছিরি সমস্যা থেকে মাত্র দুই দিনেই মুক্তি দেবে। চলুন তবে জেনে নেয়া যাক ঘরোয়া পদ্ধতিতে কীভাবে দূর করবেন বগলের কালো দাগ-
বেকিং সোডা
বগলের কালো দাগ দূর করতে অনেক ভালো কাজ করে বেকিং সোডা। এতে রয়েছে এন্টিব্যাকটেরিয়াল উপাদান। যা বগলের কালো দাগ দূর করে। বেকিং সোডার সঙ্গে সামান্য পানি মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। তারপর এই পেস্ট বগলে লাগিয়ে ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। এভাবে সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহার করুন, কালো দাগ দূর হয়ে যাবে।
নারকেল তেল
বেকিং সোডার মত একইভাবে নারকেল তেল ব্যবহার করতে পারেন। নারকেল তেলের সঙ্গে বেকিং সোডা মিশিয়ে বগলে মাখতে পারেন। এতে দাগ দূর হওয়ার পাশাপাশি গন্ধ থেকেও মুক্তি মিলবে।