তুরস্কের উত্তরপশ্চিমাঞ্চলে একটি আতশবাজি কারখানায় সিরিজ বিস্ফোরণে দুইজন নিহত ও অন্তত ৭৩ জন আহত হয়েছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।কারখানাটি সাকারিয়া প্রদেশের হান্দেক জেলায় অবস্থিত। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে সেখানে প্রথম বিস্ফোরণের শব্দ শোনা যায়।
তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা অধিদপ্তর এক বিবৃতিতে আতশবাজি কারখানায় এ সিরিজ বিস্ফোরণকে ‘দুর্ঘটনা’ হিসেবে অভিহিত করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ভিডিও ফুটেজে বিস্ফোরণের পর কারখানা ও আশপাশের এলাকায় ধোঁয়ার উপস্থিতি দেখা গেছে।হতাহতদের উদ্ধারে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ৮৫টি অ্যাম্বুলেন্স ও দুটি হেলিকপ্টার পাঠানো হয় বলে টুইটারে জানিয়েছেন তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহরেতিন কোসা।