নেপালের প্রধানমন্ত্রী ওলি’র চেয়ার বাঁচানোর লড়াই আজ

কালের কণ্ঠ প্রকাশিত: ০৪ জুলাই ২০২০, ১০:৩৫

নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি আদৌ নিজের চেয়ার বাঁচাতে পারবেন কি না, আজ শনিবার সেটা নির্ধারণ হবে। ওলিকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরানোর জন্য ঘরে-বাইরে ব্যাপক চাপ রয়েছে।

বিরোধীদলের সদস্যরা তাকে পছন্দই করছেন না। অন্যদিকে নিজের দলেও কোণঠাসা হয়ে পড়েছেন কেপি শর্মা ওলি। সাম্প্রতিক কিছু পদক্ষেপের কারণে শাসকদলের প্রবীণ নেতারা তাকে আর পছন্দ করছেন না। ওলিকে তারা সরাসরি বলেছেন পদত্যাগ করতে।

যদিও, ওলি এক অর্থে পালিয়ে বেড়াচ্ছেন। পার্টির চেয়ারম্যান হিসেবে সম্প্রতি নিজে সংগঠনের বৈঠক ডেকে নিজেই অনুপস্থিত ছিলেন। পরে সংগঠন তার ওপর আরো চটেছে।

প্রবীণ নেতাদের বক্তব্য হলো- নিজে বৈঠক ডেকেও উপস্থিত না-থেকে ওলি যা করেছেন, তা সংগঠনকে অপমান। এখন দলের মুখোমুখি হওয়া মানে তাকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যাওয়ার ব্যাপারে চাপ দেওয়া হবে।

ওলি সেটা ভালো করেই জানেন। সে কারণে সংগঠনকে তিনি এড়িয়ে চলতে চাইছেন। নিজের চেয়ার নিয়ে প্রবল চাপে পড়ে অসুস্থ হয়ে পড়েছেন নেপালের প্রধানমন্ত্রী।

জানা গেছে, বুকে ব্যথা নিয়ে বৃহস্পতিবার কাঠমান্ডুর এক হাসপাতালে ভর্তিও হয়েছিলেন। এ অবস্থায় নেপাল কমিউনিস্ট পার্টির ৪৫ সদস্যের স্ট্যান্ডিং কমিটি আজ শনিবার বৈঠকে বসতে চলেছে।

আজকের বৈঠকেই ওলির ভবিষ্যত্‍‌ চূড়ান্ত হয়ে যাবে। ওলি আদৌ প্রধানমন্ত্রী থাকবেন কি না, পার্টির স্থায়ী কমিটিই তা ঠিক করে দেবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us