ফাইনাল বিক্রি : তদন্তে প্রমাণ পায়নি লঙ্কান পুলিশ

এনটিভি প্রকাশিত: ০৪ জুলাই ২০২০, ১০:০০

প্রায় ১০ বছর পর আলোচনায় এসেছে ২০১১ ক্রিকেট বিশ্বকাপ। অভিযোগ উঠেছে, ভারতের কাছে বিশ্বকাপের ফাইনাল বিক্রি করেছে শ্রীলঙ্কা। এমন অভিযোগের ভিত্তিতে কয়েক দিন ধরে তদন্ত চালাচ্ছে লঙ্কান পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন ইউনিট। কিন্তু তদন্তে ম্যাচটি পাতানোর বিষয়ে কোনো প্রমাণ পায়নি তারা।

ভারতের বিপক্ষে সেই বিশ্বকাপের ফাইনালের একাদশে আগের ম্যাচ থেকে চার পরিবর্তন আনে শ্রীলঙ্কা। ফাইনালের মতো ম্যাচে একসঙ্গে এত পরিবর্তন নিয়ে তখনই প্রশ্ন ওঠে। এত দিন পর এখন আবার সেই একাদশ পরিবর্তনের ঘটনা মাথাচাড়া দিয়েছে। কিছুদিন আগে প্রসঙ্গটি নিয়ে নতুন করে প্রশ্ন তোলেন লঙ্কানদের সে সময়কার ক্রীড়ামন্ত্রী মাহিন্দানন্দা আলুথগামাগ।

কিছুদিন আগে প্রসঙ্গটি নিয়ে নতুন করে প্রশ্ন তোলেন লঙ্কানদের সে সময়কার ক্রীড়ামন্ত্রী মাহিন্দানন্দা আলুথগামাগ। তিনি অভিযোগ করেন, ২০১১ বিশ্বকাপ ভারতের কাছে বিক্রি করেছে শ্রীলঙ্কা। পরে অবশ্য সুর বদলেছেন। জানিয়েছেন, কেবল সন্দেহের ভিত্তিতে এটা বলেছেন তিনি। এর পরেই লঙ্কান সরকার তদন্ত শুরু করে। লঙ্কান পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন ইউনিট গত সপ্তাহে আলুথগামাগের বক্তব্য রেকর্ড করে। এরপর ওই সময়ের জাতীয় দলের প্রধান নির্বাচক অরবিন্দ ডি সিলভাকে ছয় ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। সেই ম্যাচের অধিনায়ক কুমার সাঙ্গাকারাকে ১০ ঘণ্টা ও ব্যাটসম্যান উপুল থারাঙ্গাকে দুই ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু এত জিজ্ঞাসাবাদ করেও ম্যাচ পাতানোর কোনো প্রমাণ পায়নি লঙ্কান পুলিশ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us