ঘর থেকে বের হয়েই ফারাহর মনটা ভালো হয়ে গেল। গ্রীষ্মের তপ্ত দুপুর পেরিয়ে সূর্যটা হেলে পড়েছে পশ্চিমাকাশে। ঝিরঝির বাতাসে তার চুল উড়ছে। পার্কের একটি বেঞ্চে এসে বসল সে। সঙ্গের মানুষটি থাকলে এমন দিনেই দুজনের একটা ছোট পিকনিক করা যেত অনায়াসেই। মন ভালো করা একটা সুন্দর বিকেল। তবুও বিষণ্ন মনে সবুজের ছায়া ঘেরা বেঞ্চটিতে বসে রইল ফারাহ। সামনে একটা সুন্দর লেক—মৃদু হাওয়ায় লেকের পানিতে ছোট ছোট ঢেউ উঠছে।...