বার্সা ছাড়ার জন্য প্রস্তুত মেসি!

চ্যানেল আই প্রকাশিত: ০৩ জুলাই ২০২০, ১৬:৪৮

২০২১ সাল পর্যন্ত বার্সেলোনার সঙ্গে চুক্তি আছে লিওনেল মেসির। সেই চুক্তি শেষ হওয়ার পর প্রিয় ক্লাবের সঙ্গে আর কোনো নতুন চুক্তিতে বসবেন না আর্জেন্টাইন মহাতারকা, এমন দাবি করেছে স্প্যানিশ রেডিও কাদেনা সার! সূত্রের বরাতে ইএসপিএন এফসিও জানাচ্ছে, বার্সার সঙ্গে মেসির দূরত্ব ক্রমেই বাড়ছে। দলের পারফরম্যান্সের বাজে অবস্থা, গত জানুয়ারিতে সাবেক কোচ আর্নেস্টো ভালভার্দেকে বরখাস্ত এবং দলে খেলোয়াড়দের মান নিয়ে মেসির হতাশার কথা জানিয়েছে ইএসপিএন।

মেসি এবং তার বাবা হোর্হে মেসি ক্লাবের বর্তমান চুক্তি নিয়ে কথা বললেও নতুন চুক্তি নিয়ে আর কোনো আগ্রহ দেখাননি। পুরনো সেই চুক্তি স্বাক্ষর হয়েছে ২০১৭ সালে, মেয়াদ ২০২১ পর্যন্ত। চুক্তির ব্যাপারে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার জন্য কোনো আগ্রহও দেখাননি ছয়বারের ব্যালন ডি’অর জয়ী ফরোয়ার্ড বা তার প্রতিনিধি।

মেসি কেনো ক্লাবের উপর রাগান্বিত সেটা অবশ্য সবারই জানা। বর্তমান কোচ কিকে সেতিয়েনের সঙ্গে বলতে গেলে কথাই বলেন না তিনি। সেতিয়েনের অধীনে বার্সার অবস্থাও যাচ্ছেতাই। সেভিয়া, সেল্টা ভিগোর সঙ্গে ড্রয়ের পর গত মঙ্গলবার অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গেও ২-২ গোলে ড্র করে লা লিগা শিরোপা ধরে রাখার লড়াইয়ে পিছলে গেছে কাতালানরা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us