পাওনার বিষয়ে তিন দিনের মধ্যে জানতে পারবেন শ্রমিকরা
প্রকাশিত: ০৩ জুলাই ২০২০, ১৬:১৪
বন্ধ ঘোষিত বাংলাদেশ জুটমিল করপোরেশনের (বিজেএমসি) আওতাভুক্ত পাটকলগুলোর শ্রমিকরা কে কতো টাকা পাবেন তা আগামী তিন দিনের মধ্যে জানানো হবে। প্রধানমন্ত্রী এই শ্রমিকদের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন।
আজ শুক্রবার (৩ জুলাই) রাজধানীর সিদ্ধেশ্বরী লেনের বাসভবনে শ্রমিকদের শতভাগ পাওনা বুঝিয়ে দিয়ে দেশের রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর উৎপাদন কার্যক্রম বন্ধ ঘোষণার বিষয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।
এ সময় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, বস্ত্র ও পাট সচিব লোকমান হোসেন মিয়া, শ্রম ও কর্মসংস্থান সচিব কেএম আব্দুস সালাম এবং পাটকল শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের গোল্ডেন হ্যান্ডশেকের বিষয়টি এক বছরে আগে ঠিক হয়েছে। আমরা যেহেতু লোকসানের ভার বইতে পারছিলাম না, দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে হবে, তাই প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ হয় পাটকলগুলোকে কীভাবে আরো উন্নত