টেকনাফে 'বন্দুকযুদ্ধে' মাদক কারবারি নিহত, অস্ত্র-ইয়াবা জব্দ

এনটিভি প্রকাশিত: ০৩ জুলাই ২০২০, ১০:৪০

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আবুল কাশেম (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবক মাদক কারবারি বলে দাবি পুলিশের।গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে টেকনাফ মেরিন ড্রাইভসংলগ্ন মহেষখালীয়াপাড়া মৎস্যঘাটে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহত কাশেম মহেষখালীয়াপাড়া এলাকার ফজল আহমদের ছেলে।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তা টেকনাফ থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'মহেষখালীয়াপাড়া মৎস্যঘাট এলাকা দিয়ে নৌকায় ইয়াবা চালান হচ্ছে। এমন গোপন সংবাদের অভিযান চালানো হয়। এ সময় মাদক কারবারিরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও পাল্টা গুলি করলে একপর্যায়ে মাদক কারবারিরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ একজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে তার পরিচয় নিশ্চিত করা হয়। ঘটনাস্থল থেকে ১০ হাজার ইয়াবা বড়ি ও অস্ত্র জব্দ করা হয়েছে।'

লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা ডাকাত নিহত

জাগো নিউজ ২৪ | টেকনাফ মডেল থানা, কক্সবাজার
২ বছর, ৮ মাস আগে

কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা ডাকাত নিহত

ঢাকা পোষ্ট | কুতুপালং, উখিয়া, কক্সবাজার
২ বছর, ৯ মাস আগে

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us