ধামইরহাটে স্বাস্থ্যকর্মীসহ ১২ জন আক্রান্ত

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ০২ জুলাই ২০২০, ১৫:৩২

নওগাঁর ধামইরহাটে স্বাস্থ্য কমপ্লেক্সের দুই স্বাস্থ্যকর্মীসহ নতুন করে ১২ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে ধামইরহাট উপজেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ২২ জনে। সুস্থ্ হয়েছেন ৮ জন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আবু ইসা মো. আরাফাত ইমাম বলেন, নতুন করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন নার্স ও মেডিকেল টেকনোলজিষ্ট এমটিসহ (ল্যাব) ১২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ৮ জন পুরুষ ও ৪ জন নারী।

আগ্রাদ্বিগুন ইউপিতে ২ জন, আলমপুরে ২ জন, উমার ইউপিতে ৩ জন, পৌরসভায় ১ জন, ইসবপুর ১ ও জাহানপুর ইউপিতে ১ জন আক্রান্ত হয়েছে।

স্বাস্থ্য বিভাগ জানায়, আক্রান্ত ১২ জনের মধ্যে ১ জন বগুড়ায়, ১ জন ঢাকায় আছেন এবং ১ জন রাজশাহী মিশন হাসপাতালে চিকিৎসাধীন আছেন, সবাই মোটামুটি সুস্থ রয়েছেন বলে আরএমও ডা. আবু ইসা মো. আরাফাত ইমাম বৃহস্পতিবার দুপুরে এসব তথ্য জানান।

ওসি আবদুল মমিন বলেন, পুলিশ সার্বক্ষনিক জনসাধারণকে সচেতন করতে প্রচারণা চালাচ্ছে, বিকেলে উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us