ছদ্মবেশে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের আট সদস্যকে আটক করেছে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ। এ সময় ডাকাতি হওয়া আটটি গরুসহ তিনটি পিকআপ উদ্ধার করা হয়।বুধবার (১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের (ওসি) পরিদর্শক আবুল বাশার।
এর আগে বুধবার বিকেলে কালিয়াকৈর, গাজীপুর ও নরসিংদী জেলায় অভিযান চালিয়ে তাদের আটক করে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের হেফাজতে নেওয়া হয়। এদের মধ্যে গাজীপুরের মাসুদ গ্রুপের মাসুদকেও আটক করা হয়।
আটককৃতরা হলেন- নরসিংদী জেলা সদরের পশ্চিম বেলনগর গ্রামের মৃত টুকু মিয়ার ছেলে মো. রুবেল (২৭), ময়মনসিংহ জেলার গৌরীপুর থানার চুরালী গ্রামের মৃত কিতাব আলীর ছেলে শামিম মিয়া (২৮), নরসিংদী জেলার শিবপুর থানার ইসুপনগর গ্রামের মো. তাইজুল ইসলামের ছেলে টিপু শিকদার (২৮), নরসিংদী জেলার শিবপুর থানার উত্তর সাদারচর গ্রামের মো. গিয়াস উদ্দিনের ছেলে মাসুদ মিয়া, নরসিংদী জেলার শিবপুর থানা নোয়াদিয়া গ্রামের মৃত আবু মৃধার ছেলে মো. মিলন (৬০), চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার উত্তরহাসা গ্রামের মৃত হেলু মিয়ার ছেলে মো. শাজাহান (৩০), নরসিংদী জেলার বেলাবো থানার পশ্চিম করাটিয়া গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে মো. মোমেন মিয়া (২৮), নরসিংদী জেলার শিবপুর থানার মৈসাদি মাইকপাড়া গ্রামের ইসহাক মিয়ার ছেলে বাচ্চু মিয়া (২৭)। এরা গাজীপুরের বিভিন্ন স্থানে ভাড়া থেকে ডাকাতি করছিলো।