বুড়িগঙ্গায় লঞ্চ ডুবি: তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

সমকাল প্রকাশিত: ০১ জুলাই ২০২০, ০৮:৩৫

বুড়িগঙ্গা নদীতে মর্নিং বার্ড লঞ্চ দুর্ঘটনায় ময়ূর-২ লঞ্চের মালিক, মাস্টারসহ সাতজনের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন আগামী ১৭ আগস্টের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় দায়ের হওয়া মামলার এজাহার গ্রহণ করে প্রতিবেদন দাখিলের জন্য মঙ্গলবার এ দিন ধার্য করেন।

ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল কবির বাবুল সমকালকে এ তথ্য জানান। 

এর আগে মঙ্গলবার সকালে নৌপুলিশের উপ-পরিদর্শক (এসআই) শামছুল আলম দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। এতে ময়ূর-২ লঞ্চের মালিক মোসাদ্দেক হানিফ সোয়াদ, মাস্টার আবুল বাশার, মাস্টার জাকির হোসেন, স্টাফ শিপন হাওলাদার, শাকিল হোসেন, হৃদয় ও সুকানি নাসির মৃধার নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয়ের আরও পাঁচ-ছয়জনকে আসামি করা হয়।

প্রাণহানির ঘটনায় তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ২৮০, ৩০৪ (ক), ৩৩৭ ও ৩৪ ধারায় অবহেলাজনিত হত্যাসহ কয়েকটি অভিযোগ আনা হয়েছে। তবে এখনও পর্যন্ত মামলায় কাউকে গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মামলাটি তদন্ত করছেন ওই থানার এসআই শহিদুল আলম।

এমএল মর্নিং বার্ড নামে ওই যাত্রীবাহী লঞ্চটি সোমবার সকালে মুন্সিগঞ্জের কাঠপট্টি থেকে সদরঘাটের দিকে আসছিল। শ্যামবাজারের কাছে বুড়িগঙ্গায় ময়ূর-২ লঞ্চের ধাক্কায় সেটি মুহুর্তেই ডুবে যায়। দুর্ঘটনার পর এ পর্যন্ত ফায়ার সার্ভিস, নৌবাহিনী, কোস্টগার্ড, নৌপুলিশ ও বিআইডব্লিউটিএ’র কর্মীরা ৩৪ মরদেহ উদ্ধার করেন।

নৌ-আদালতে ১৮টি মামলা: দেশের একমাত্র নৌ-আদালতে লঞ্চ দুর্ঘটনার ১৮টি মামলা  বিচারাধীন রয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

জামিন পেলেন ময়ূর লঞ্চের মালিক

বিডি নিউজ ২৪ | মহানগর দায়রা জজ আদালত, ঢাকা
৪ বছর, ৩ মাস আগে

বুড়িগঙ্গায় লঞ্চডুবি: ময়ূর-২ লঞ্চের সহকারী মাস্টার ও গ্রিজার কারাগারে

বাংলা ট্রিবিউন | চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, ঢাকা
৪ বছর, ৪ মাস আগে

সদরঘাটে লঞ্চডুবি: ময়ূরের সহকারী মাস্টারসহ ২ জন কারাগারে

বার্তা২৪ | চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, ঢাকা
৪ বছর, ৪ মাস আগে

লঞ্চডুবি : ময়ূর-২ লঞ্চের সহকারী মাস্টার-গ্রিজার কারাগারে

জাগো নিউজ ২৪ | চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, ঢাকা
৪ বছর, ৪ মাস আগে

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us