মেসির মাইলফলকের দিনে জয় বঞ্চিত বার্সা

আরটিভি প্রকাশিত: ০১ জুলাই ২০২০, ০৭:০৯

লিওনেল মেসি ক্যারিয়ারের ৭০০তম গোল আদায় করলেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি বার্সেলোনা। লা লিগার ম্যাচে অ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। এই নিয়ে লা লিগায় টানা তিন ম্যাচে পয়েন্ট ভাগ করলো কিকে সেতিয়েনের দল।

প্রথমার্ধে মেসির কর্নার কিকে অ্যাথলেটিকোর ফরোয়ার্ড ডিয়াগো কস্তার গায়ে লেগে আত্মঘাতী গোল হয়। ১১ মিনিটের মাথায় ১-০তে এগিয়ে যায় বার্সা।
কিছুক্ষণ পরই নিজের ভুল শুধরানোর সুযোগ পান স্প্যানিশ তারকা কস্তা। পেনাল্টি পেলে কিক নিলে মার্ক টের স্টেগেন অভিজ্ঞ কস্তাকে ফিরিয়ে দেন। তবে ভিডিও অ্যাসিসেন্ট রেফারি (ভিএআর) শেষ পর্যন্ত সেটি বাতিল করে। এর পর সাউল নিগুয়েজ পেনাল্টির মাধ্যমে গোল তুলে নেন।

১-১ গোলের সমতায় মাঠ ছাড়ে দুই দল। বিরতির পর ফিরলেই পেনাল্টিতে পায় বার্সা। নেলসন সেমেডোকে বক্সে ফেলে দেন সেন্ট্রাল ডিফেন্ডার ফেলিক্স। বর্তমান ফুটবলের অন্যতম সেরা গোলরক্ষক জান অবলাককে বোকা বানিয়ে পানেনকা শটের মাধ্যমে ৭০০ গোল তুলে নেন।
৬২ মিনিটে আবারও পেনাল্টি পায় অ্যাথলেটিকো। ইয়ান্নিক কারাসকোকে পড়ে যায়। তার পাশেই ছিলেন সেমেডো। রেফারির বিতর্কিত সিদ্ধান্তটির পর দলের ও নিজের দ্বিতীয় গোল তুলেন মিডফিল্ডার সাউল। শেষ পর্যন্ত পয়েন্ট ভাগ করেই মাঠ ছাড়ে দুই দল

এনিয়ে লা লিগায় সর্বশেষ বার্সেলোনার বিপক্ষে ২০বার মুখোমুখি হয়ে ম্যাচের একটিতেও জিততে পারেনি অ্যাথলেটিকো। বার্সার জয় ১৪টিতে। ড্র হলো ছয়টা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us