গেজেটের মাধ্যমে সনদ চায় ১৩ হাজার শিক্ষানবিশ আইনজীবী

বাংলাদেশ প্রতিদিন প্রকাশিত: ৩০ জুন ২০২০, ২৩:৫৬

এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণদের লিখিত পরীক্ষা ও ভাইবা মওকুফ করে আইন পেশার সনদ প্রদানের দাবি জানিয়েছে ২০১৭ ও ২০২০ সালে এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষানবিশ আইনজীবীরা। মঙ্গলবার (৩০ জুন) সম্মিলিত শিক্ষানবিশ আইনজীবী সংগ্রাম পরিষদের ব্যানারে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত সংবাদ সম্মেলনে বার কাউন্সিল বরাবরে এমন দাবি জানায় তারা। এদিকে, একই দাবিতে মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে শিক্ষানবিশ আইনজীবীরা মানববন্ধন করেছে।

ডিআরইউতে আয়োজিত সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক সুমনা আক্তার লিলি। এসময় সদস্য সচিব আইনুল ইসলাম বিশাল, সদস্য ব্যারিস্টার মঞ্জুর মোর্শেদ তন্ময়, আজিজুর রহমান, ব্যারিস্টার মেহেদী হাসান, মো. আলী ইউসুফ, মো. রায়হান প্রমূখ উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে লিলি বলেন, দীর্ঘ প্রায় তিন বছর বার কাউন্সিল কর্তৃক এনরোলমেন্ট পরীক্ষা সম্পন্ন না হওয়ায় আমরা মানবেতর জীবনযাপন করছি। উচ্চ আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও ২০১৮ ও ২০১৯ সালে কোনো এনরোলমেন্ট পরীক্ষা না হওয়ায় শিক্ষানবিশ আইনজীবীরা গত বছর ১১ নভেম্বর সুপ্রীমকোর্ট প্রাঙ্গণে পরীক্ষার দাবিতে আমরা আমরণ অনশন করি।

এরপর চলতি বছর ২৮ ফেব্রুয়ারী আইনজীবী তালিকাভুক্তকরণ পরীক্ষার প্রিলিমিনারি সম্পন্ন হয়। কিন্তু বর্তমানে বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কারণে লিখিত পরীক্ষা অনির্দিষ্ট সময়ের জন্য অনিশ্চিত হয়ে যায়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us