কুমিল্লা বোর্ডে এসএসসিতে পুনঃনিরীক্ষণে ৪৪১ জনের ফল পরিবর্তন

বাংলাদেশ প্রতিদিন প্রকাশিত: ৩০ জুন ২০২০, ২১:৩৬

এসএসসি পরীক্ষার ফলাফল চ্যালেঞ্জ করে পুনঃনিরীক্ষার জন্য আবেদন করা ৪৪১ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে ফেল করা ৬২ জন পরীক্ষার্থী পাস করেছে। মঙ্গলবার দুপুরে কুমিল্লা শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ ওই পুনঃনিরীক্ষার ফল ঘোষণা করে।

বোর্ড সূত্রে জানা যায়, গত ৩১ মে কুমিল্লা শিক্ষাবোর্ডের এসএসসির ফলাফল ঘোষণা করা হয়। এতে পাসের হার ছিল ৮৫.২২ শতাংশ। পরদিন ১ জুন থেকে ৭ জুন পর্যন্ত ফলাফল চ্যালেঞ্জ করে ১৭ হাজার ৬৭৭ জন পুনঃনিরীক্ষার আবেদন করে। এতে ৪৪১ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়। এর মধ্যে ৬২ জন ফেল করা শিক্ষার্থী রয়েছে। এছাড়াও গ্রেড পরিবর্তন হয়ে জিপিএ-৫ পেয়েছে ৬১ জন এবং বিভিন্ন গ্রেডে ৩১৮ জনের ফল পরিবর্তন হয়েছে।

কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. সহিদুল ইসলাম জানান, ১৭ হাজার ৬৭৭ জনের আবেদনের বিপরীতে ৩৯ হাজার ৩০৩টি উত্তরপত্র যাচাই করে ৪৪১ জনের ফল পরিবর্তন হয়। বোর্ডের ওয়েবসাইটে পুনঃনিরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us